মানিকগঞ্জ প্রতিনিধি: মামলার নামে চাঁদাবাজি, পুলিশের সাথে অসাধাচরণ এবং অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
২১ মে বুধবার সকাল ৮টায় তাঁদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।
আটক মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন।
আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে এবং মেহেরাব খান পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে। মেহরাবও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানিয়েছেন, মেহেরাব ও রাজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের পলাতক আওয়ামী লীগ সদস্যসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করে অব্যাহতি দেওয়ার কথা বলে বড় অংকের চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এছাড়া পুলিশের সাথে অসাধাচরণ এবং ‘মানিকগঞ্জ নিউজ’ নামের একটি ফেক আইডির সাথে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়েও অভিযোগ রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রমজান মাহমুদ জানান, মেহেরাব খান ও আশরাফুল ইসলাম রাজু জুলাই-আগস্টের ফ্যাসিবাদ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং অভ্যুথানের পর তারা সততা ও ন্যায়ের পক্ষে সাহসী শ্লোগান এবং ভূমিকা রেখেছেন। কোন কাজে তাদের ভুল থাকলে, তার জন্য তাঁরা দুঃখ প্রকাশ করেছেন।
রমজান মাহমুদ আরও বলেন, আমার সহকর্মীদের অজানা স্থানে আটকে রেখে বিভিন্নভাবে জেরা করা হচ্ছে, এটি আমাদের বোধগম্য মনে হচ্ছে না। মনে রাখতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এক এবং অভিন্ন। আটকদের দ্রুত মুক্তি না দিলে, আমরা কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available