• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৬:৩১ (22-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৬:৩১ (22-May-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

সাবেক এমপি মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ

২২ মে ২০২৫ দুপুর ০২:৩০:২৬

সাবেক এমপি মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে হত্যা ও নাশকতার দুই পৃথক মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা।

২২ মে বৃহস্পতিবার সকাল থেকেই মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনা বিরাজ করছিল। সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়। পরে সকাল ১১টায় হরিরামপুর ও সিংগাইর উপজেলার দুটি মামলার শুনানি শেষে আদালত তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে বেলা ১২টার দিকে মমতাজ বেগমকে পুনরায় প্রিজন ভ্যানে তোলার সময় উত্তেজিত বিএনপি নেতাকর্মীদের একটি অংশ স্লোগান দিতে দিতে হঠাৎ করে ডিম ও জুতা ছুঁড়ে মারেন। স্লোগানে তাঁরা বলেন, ‘হত্যার বিচার চাই, মমতাজের ফাঁসি চাই’, ‘মমতাজের দুই গালে জুতা মার তালে তাল’।

ডিম মমতাজ বেগমের শরীরে লাগলেও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ দ্রুত তাঁকে প্রিজন ভ্যানে তুলে নেয়। মুহূর্তেই আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল এবং কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ২০১৩ সালের হরতাল চলাকালে সিংগাইরের গোবিন্দল এলাকায় এক মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। ওই ঘটনার প্রায় এক যুগ পর গত বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া হরিরামপুর উপজেলায় হামলা ও ভাঙচুরের অভিযোগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আরেকটি নাশকতার মামলা করেন তাঁর বিরুদ্ধে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল
২২ মে ২০২৫ বিকাল ০৫:৫৭:৩৭




আন্দোলন স্থগিত করেছেন ইশরাক
২২ মে ২০২৫ বিকাল ০৪:৫৪:৩২