পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ভারতীয় তিনটি সীমান্ত পথে নারী শিশুসহ ১১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
১৬ মে শুক্রবার দিবাগত রাত ২টায় নীলফামারী ৫৬ বিজেপির আওতাধীন ওই ইউনিয়নের ভারতীয় সীমান্তের ৭৭৪ ও ৭৭৫ নং পিলার এলাকা যিয়ে তাদের পুশ ইন করা হয়। খবর পেয়ে ডানাকাটা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে এবং শনিবার বিকেলে তাদের বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটকরা হলেন, নড়াইল জেলার নিলুফা (৪০), যশোর জেলার সাজিদা (৪০), সাতক্ষীরার মর্জিনা (৫০) ও তাসলিমা বেগম, নোয়াখালীর ওমর ফারুক (৩৭), নরসিংদীর মোছা. তানিয়া (৩৫), নারায়ণগঞ্জের শাহনাজ (৩৪) ও মীম আক্তার (২২), খুলনার মোছা. আলেয়া বেগম (৭০), মুন্সিগঞ্জের জাহিদুল ইসলাম (৪০) এবং ফাইজান শেখ (১০)।
আটকদের দেওয়া তথ্য মতে, তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা, নরসিংদী, মুন্সিগঞ্জ, খুলনাসহ বিভিন্ন জেলায় এবং তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানায় পুলিশ।
এদিকে বিজিবি, পুলিশ ও সীমান্তের লোকজন জানান, শুক্রবার গভীর রাতে ওই সীমান্তের মেইন পিলার ৭৭৪ ও ৭৭৫ এলাকার নাউতারী, প্রধান পাড়া ও ধামের ঘাট সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশ করে বিএসএফ। রাতে তারা সীমান্ত এলাকার একটি বাড়িতে আশ্রয় নেন। তবে তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে বিজিবিকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ডানা কাটা বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করে।
আটকরা জানান, তারা বাংলাদেশি নাগরিক। তবে তাদের সাথে থাকা শিশু ফাইজান শেখের (১০) জন্ম ভারতেই। তার বাবাও বাংলাদেশি এবং সেখানে বিয়ে করে সংসার করছিলেন। গত ২ মে তাদের ভারতের বোম্বে থেকে আটক করে ভারতীয় পুলিশ। ১৭ মে পর্যন্ত তাদের পুলিশী হেফাজতে রেখে বিমানযোগে শিলিগুড়ি বিমান বন্দরে পৌঁছে দেয়। ওই দলে ১২৫ জন বাংলাদেশি নাগরিক ছিলেন বলে তারা জানান। পরে তাদের মধ্য থেকে এই ১১ জনকে পঞ্চগড়ের ওই সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, রাতে ভারতীয় সীমান্ত দিয়ে এক শিশুসহ ১১ জনকে পুশ ইন করে বিএসএফ। বিকেলে একশিশু, দুইজন পুরুষ ও আট জন নারীকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়ার শেষে তাদের আদালতে তোলা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available