• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:৪৪:০৫ (02-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

চুয়াডাঙ্গার বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম শহিদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।২৯ নভেম্বর শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জন যুবক একসাথে ভারত থেকে মাদক আনতে গিয়েছিল। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে সবাই পালাতে সক্ষম হলেও শহিদুল গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহের মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, শহিদুল গুলিবিদ্ধ হয়েছে বলে বিএসএফ নিশ্চিত করেছে। তাকে ভারতীয় হাসপাতালে নেয়া হয়েছে মর্মে জানিয়েছে বিএসএফ। তবে তারা মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি।