• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ সকাল ১০:১০:৩২ (12-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ সকাল ১০:১০:৩২ (12-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে ছুরিকাঘাতে কৃষক হত্যা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ

১১ মে ২০২৫ দুপুর ০২:১৮:৪৩

শ্রীপুরে ছুরিকাঘাতে কৃষক হত্যা, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে রাতের আঁধারে হত্যা মামলায় অভিযুক্তদের তিনটি বশত বাড়ির নয়টি বশত ঘর পুড়ে ছাই।

১০ মে শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজোর কাওরাইদ ইউনিয়নের যোগির সিট গ্রামে এমন আগুনের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া বাড়ি গুলো হলো ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে স্বপন আহাম্মেদ রানার ২টি, বাবুলের ৩টি এবং ফারুখের ৪টিসহ নয়টি বশত ঘর। আগুনে ঘরগুলোতে থাকা সমস্ত মালামাল পুড়ে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

একটি হত্যা মামলার বাদী পক্ষের লোকজন প্রতিশোধ নিতেই ওই তিন বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে এমনটি দাবি করে ভুক্ত ভোগীদের  পরিবার। অপরদিকে মামলার বাদী মোজাম্মেল দাবি করেন, হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে অভিযুক্তরা নিজেরাই বাড়িতে আগুন লাগিয়ে নাটক সাজিয়েছে।

বৃদ্ধা ছায়মন নেছা দাবি করেন, গ্রামের নাজমুল হত্যা কাণ্ডের অভিযোগে আমার ছেলে নাতিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমার ছেলে নাতিরা পলাতক রয়েছে। নয়দিন পর শুক্রবার রাতে নাজমুল মারা যায়। প্রতিশোধ নিতেই নাজমুলের স্বজনরা আমাদের পুরুষ শূন্য বাড়িতে রাতের আঁধারে আগুন লাগিয়ে দেয়। আগুনে তিনটি বাড়ির নয়টি ঘর পুড়ে ছাই। এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগ অস্বীকার করে নাজমুলের চাচি সারমীন বলেন, অভিযুক্তরা তুচ্ছ ঘটনায় আমার ভাসুরের ছেলেকে ছুঁড়ি মারে। এতে তার নারি ভুঁড়ি বেড়িয়ে পরে। নয়দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্চজা লড়ে শুক্রবার রাতে মারা যায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। মামলা থেকে বাঁচতেই অভিযুক্তরা নিজেরা বাড়িতে আগুন লাগিয়ে নাটক সাজায়। গোয়াল ঘর থেকে গরু সরিয়ে ঘরে আগুন দেয়। আগুন নেভাতে কোনো চেষ্টাই করে নাই। ফায়ার সার্ভিসে খবর দেয় নাই। ঘর গুলো পুড়ে আগুন নিজেই নিভে যায়।

শ্রীপুর ফায়ার সাভিসের ইনিসপেক্টর মাহমুদুল হাসান জানান, শনিবার রাতে আগুন লাগার কোনো সংবাদ পাইনি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, ওই গ্রামের হত্যা মামলার অভিযুক্তদের বাড়িতে আগুন লাগার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ