• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩১ ভোর ০৫:২৩:৩৭ (16-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩১ ভোর ০৫:২৩:৩৭ (16-Jan-2025)
  • - ৩৩° সে:

বেগমগঞ্জে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।৮ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার আলাইয়ারাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আমানউল্যাহপুর গ্রামের আহন বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।জানা যায়, আলাইয়ারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি আহন বাড়ির ডাক্তার নুর হোসাইন মিয়ার বসত ঘরের পাশে রান্না ঘরে গভীর রাতে অজ্ঞাত দৃর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হন। ততক্ষণে আগুনে রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ করেছেন ডাক্তার নুর হোসাইন।এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ডাক্তার নুর হোসাইনের ছেলে মাহবুবুর রহমান অজ্ঞাত দৃর্বৃত্তদের আসামী করে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।জামায়াত নেতা ডাক্তার নুর হোসাইন ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার দাবি করেছেন। একটি মহল এলাকার পরিবেশকে অস্থিতিশীল করতে এমন ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রাও অভিযোগ করেছেন।বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।