• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৪৫:১৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৪৫:১৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শরীয়তপুরে ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

১৮ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৫০:০০

শরীয়তপুরে ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাটে ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে সানজিদা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

১৭ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাটুরিয়া বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সানজিদা ওই এলাকার মো. মনির খান ও খাদিজা দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন অঞ্চল দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের কারণে কিছু এলাকায় বৈদ্যুতিক তারের ওপর গাছপালা পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কিছু স্থানে তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ওই ঝড়ে হাটুরিয়া বাগানবাড়ি এলাকায় থাকা বৈদ্যুতিক লাইনের একটি তার ছিঁড়ে পড়ে।

সকালে ক্ষতিগ্রস্ত তারের পাশে খেলছিল ওই সানজিদা ও তার ফুফাতো বোন সাহারা। খেলার একপর্যায়ে সানজিদা ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারটিতে অসতর্কতাবশত পা দিয়ে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা ফুফাতো বোন সাহারা চিৎকার করলে স্থানীয়রা এসে সানজিদাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করেন।

সানজিদার চাচা মো. রাকিব অভিযোগ করে বলেন, বিদ্যুৎ অফিসের লোকজন ছিঁড়ে পড়া তার মেরামত না করেই বিদ্যুতের সংযোগ দিয়েছিল। তারা যদি লাইনটি মেরামত করতো তাহলে এ ঘটনা ঘটতো না। তাদের গাফলতির জন্যই আমার ছোট্ট ভাতিজি মারা গেলো।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আলতাপ হোসেন বলেন, ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি আসলে দুঃখজনক। এ ঘটনায় বিদ্যুৎ অফিসের গাফিলতি ছিল কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি পরিবারের আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু সংবাদ পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১১:৫৫


ফুলবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:০২:৪৮