• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৮:৪৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৮:৪৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু নাছের (২৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।নিহত আবু নাছের একই এলাকার আবদুল কাদেরের দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।২৩ এপ্রিল বুধবার বিকেল ৩টায় উপজেলার পারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বলেন, আবু নাছের পেশায় একজন রাজমিস্ত্রী। সে প্রতিদিনের ন্যায় বাড়ির পাশের একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করতে যায়। বহুতল ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক খুটিতে শর্ট সার্কিট হলে নিচে কাজ করার সময় নাছের হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা বেশ কিছুক্ষণ চেষ্টার পর তাকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।