• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০৬:০৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০৬:০৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

সৌদিতে বছরের প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৮ মে ২০২৪ দুপুর ১২:২২:৪২

সৌদিতে বছরের প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক: সৌদি আরবে চলতি বছরের হজ মৌসুমে মো. আসাদুজ্জামান নামের এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশি হাজীর মৃত্যু।

১৮ মে শনিবার হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। নিহত হাজী ব্যক্তি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ৭ নম্বর মাসকা ইউনিয়নের সাতাশী গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা বলা হয়, ১৫ মে আসাদুজ্জামান মদিনায় মসজিদে নববীতে থাকা অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিং সালমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে শুক্রবার রাত ৩টা পর্যন্ত ২৭ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৪ হাজার ২৫৬ জন হজযাত্রীর ভিসা হয়নি। প্রতিবছরের মতো এবারও হজ যাত্রীদের ভিসা নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

আগামী ১৬ জুন চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। পবিত্র হজ পালন শেষে আগামী ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯