• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৪:২৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৪:২৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভূমি অফিসে দ্রুত সেবা প্রদানের নির্দেশ দিলেন ডিসি

৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:১৩:১৩

ভূমি অফিসে দ্রুত সেবা প্রদানের নির্দেশ দিলেন ডিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ভূমি অফিসে জনগণ যাতে দ্রুত সেবা পায় সেই নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

২৯ এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ভূমি অফিস পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। জেলা প্রশাসক এদিন বন্দর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন রেজিস্টার, নথিপত্র পর্যালোচনা করেন এবং সমস্যা চিহ্নিত করে তা সমাধানে নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি বন্দর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি দলিলপত্র ও রেজিস্ট্রারসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং জনগণ যাতে দ্রুত কাঙ্ক্ষিত সেবা পায় তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এর পর তিনি বন্দর থানা পরিদর্শন করেন। ওই সময় বন্দর থানা অফিসার ইনচার্জ জেলা প্রশাসককে পুরো থানা ঘুরিয়ে দেখান এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা রক্ষায় সেবার মান উন্নত রাখার পাশাপাশি জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য থানা ইনচার্জ ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের  নির্দেশ দেন।

এছাড়া তিনি হাজী ইব্রাহীম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং ক্লাস পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মান যাচাই করেন।

অবশেষে জেলা প্রশাসক বন্দর উপজেলা পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, বন্দর থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১১:৫৫


ফুলবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:০২:৪৮





রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯