• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০১:০৮:৩১ (20-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০১:০৮:৩১ (20-May-2025)
  • - ৩৩° সে:

তথ্য ও প্রযুক্তি

শক্তিশালী পারফরম্যান্সে এগিয়ে রিয়েলমি ১৪টি ৫জি

১৯ মে ২০২৫ রাত ০৯:১২:৫৬

শক্তিশালী পারফরম্যান্সে এগিয়ে রিয়েলমি ১৪টি ৫জি

প্রযুক্তি ডেস্ক: তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার গ্রাহকদের জন্য মাত্র ৩১, ৯৯৯ টাকায় বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন ‘১৪টি ৫জি’ বাজারে উন্মুক্ত করেছে। স্টুডেন্টসহ তরুণ ও সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এ ফোন ডিজাইন করা হয়েছে, যা একই সেগমেন্টের অন্যান্য প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের চেয়ে শক্তিশালী পারফরম্যান্স দেবে। চলুন জেনে নেয়া যাক, দামের তুলনায় ডিভাইসটি কেমন?

কার্যকরী পারফরম্যান্স
‘রিয়েলমি ১৪টি ৫জি’-এ রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, এনার্জি-এফিশিয়েন্সির কথা মাথায় রেখেই যেটি তৈরি করা হয়। ৮জিবি র্যাম এবং ২৫৬জিবি স্টোরেজ এর এই মোবাইলে সহজেই গেমিং, ভিডিও কলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং ব্রাউজিং এর মতো কাজ করা যায় নির্বিঘ্নে। তবে- যেসব ব্যবহারকারীরা গ্রাফিক্স-নির্ভর ভারী গেমস খেলতে চান, অথবা একই সঙ্গে অনেক ভারী ভারী অ্যাপ ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হবার সুযোগ রয়েছে। এছাড়া- ডাইমেনসিটি ৬৩০০ এ স্ট্যাবল ৫জি পারফরম্যান্স আশা করা গেলেও তার ব্যত্যয় ঘটতে পারে কিছু ক্ষেত্রে।

প্রিমিয়াম ইস্পোর্টস ডিসপ্লের অভিজ্ঞতা
‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন দিচ্ছে ১২০হার্টজ এর ৬.৬৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই দামের মোবাইলে যা কি না অবিশ্বাস্য। উজ্জ্বল রঙ, স্মুথ এনিমেশন, ডিসপ্লে স্ক্রলিং এ দেয় প্রিমিয়াম এক্সপেরিয়েন্স। তাই ইউজাররা হাই রিফ্রেশ রেট এর বদৌলতে স্বাচ্ছন্দ্যেই ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যম নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন।

শক্ত গড়ন ও স্থায়িত্ব
তুলনামূলকভাবে বাজেট-ফ্রেন্ডলি ডিভাইস হওয়া সত্ত্বেও ‘রিয়েলমি ১৪টি ৫জি’ এ রয়েছে আইপি৬৯/ আইপি৬৮/ আইপি৬৬ সার্টিফিকেশন। এই সেরা প্রযুক্তির কারণে স্মার্টফোনটি গ্রাহকদের দুর্ঘটনাবশত বিভিন্ন ক্ষতি থেকে সুরক্ষা দেবে। যেমন- পানির ছিটে, বৃষ্টি, ধুলোবালি ইত্যাদি। এই মোবাইলের ডিজাইন আধুনিক, দেখতে নান্দনিক এবং নিঃসন্দেহে প্রতিদ্বন্দ্বীর চেয়ে নিখুঁত ফিনিশ।

বৃহৎ সক্ষমতার ব্যাটারি ও ফাস্ট চার্জিং প্রযুক্তি
‘রিয়েলমি ১৪ ৫জি’ এর মতো এই স্মার্টফোনেও রয়েছে- ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির ৬০০০এমএএইচ বৃহৎ সক্ষমতার ব্যাটারি। যার মাধ্যমে খুব সহজেই দুদিন স্মার্টফোনটি ব্যবহার করা যাবে। যারা বারবার ফোন চার্জ দিতে দিতে বিরক্ত তারাই এর গুরুত্ব বুঝতে পারবেন। এছাড়া- মাত্র আধঘণ্টায়-ই স্মার্টফোনটি ৫০ শতাংশ চার্জ হতে পারে।

দৃষ্টিনন্দন ছবির জন্য দারুণ ক্যামেরা
৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা ছবি তোলার ক্ষেত্রে দিনে বা রাতে দারুণ পারফর্ম করে। তাই কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা ফটোগ্রাফির জন্য ডিভাইসটি ব্যবহার করা যাবে নির্দ্বিধায়। আল্ট্রাওয়াইড অথবা টেলিফটো লেন্স এর ব্যবহার ফটোগ্রাফি অভিজ্ঞতা নিয়ে যাবে ভিন্নমাত্রায়। পাশাপাশি এআই অপ্টিমাইজেশন হেল্প এর সাহায্য ছবিকে আরো প্রাণবন্ত ও নিখুঁত করে তোলা সম্ভব, যা সোশ্যাল মিডিয়া নজর কাড়বে।

ফ্রেশ, ক্লিন সফ্টওয়্যার এক্সপেরিয়েন্স
‘রিয়েলমি ১৪টি ৫জি’ এ আছে ইউআই ৬.০ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৫; লেটেস্ট সিকিউরিটি আপডেট, প্রাইভেসি টুলস, ইউআই এননেসমেন্ট ইত্যাদি, যার সমন্বয়ে এটি দেবে গ্রাহকদের সেরা অপারেটিং অভিজ্ঞতা। গ্রাহকদের সফ্টওয়্যার সেবায় রিয়েলমি সর্বোচ্চ অভিজ্ঞতাটাই দিয়ে থাকে। স্মুথ ও কাস্টমাইজেবল ইন্টারফেসে তারা পাবেন সর্বশেষ গুগল ফিচারগুলো। আপডেট এর ক্ষেত্রে এ রকম দীর্ঘমেয়াদি সেবার কথাই ব্যবহারকারীদের ভাবা উচিত।

‘রিয়েলমি ১৪টি ৫জি’ হচ্ছে স্মার্ট ও স্টেবল মোবাইলফোন, যা কি না নিত্যদিনকার ব্যবহারের জন্য যথার্থ। শক্তিশালী পারফরম্যান্স, দারুণ ব্যাটারি, অনন্য ডিসপ্লের এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে ৩২,০০০ টাকারও কম মূল্যে। তাই নির্দিষ্ট কোনো ফিচারের তুলনা করলে এটি বেস্ট স্মার্টফোন না হলেও এই সেগমেন্টে মোটের ওপর হতে পারে গ্রাহকদের জন্য সেরা পছন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দারাজের ৬.৬ বিগ ঈদ সেল
১৯ মে ২০২৫ রাত ০৯:০৪:৪৫