নিজস্ব প্রতিবেদক: স্মার্টফোনকে আরো সাশ্রয়ী ও লাখো গ্রাহকের হাতের নাগালে আনতে পামপে-এর সহযোগিতায় স্মার্টফোন কেনার অভিনব ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। ক্রেডিট কার্ড ছাড়াই মাসিক কিস্তিতে স্মার্টফোন কেনার এ সুবিধা বাংলাদেশে ডিজিটাল বৈষম্য কমিয়ে সার্বিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রাহক-কেন্দ্রিক ভাবনা থেকেই এই উদ্যোগটি হাতে নেয়া হয়েছে যা সহজ, নিরবচ্ছিন্ন ও অন্তর্ভুক্তিমূলক। এর লক্ষ্য আর্থিক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা, মানুষকে সংযুক্ত রাখা, ডিজিটাল শিক্ষার প্রসার ঘটানো এবং দেশজুড়ে মানুষের ক্ষমতায়ন।
এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা দেশের সকল গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এবং নির্দিষ্ট পার্টনার আউটলেট থেকে টেকনো ও আইটেল স্মার্টফোনের জনপ্রিয় মডেলগুলো পছন্দানুযায়ী কিনতে পারবেন। স্কিমের আওতায় থাকছে অত্যন্ত সহজ ঋণ সুবিধা যেখানে ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র ১৫ শতাংশ অর্থ জমা (ডাউন পেমেন্ট) দিয়েই স্মার্টফোন কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। মূল্যের বাকি অংশ সর্বোচ্চ ৯ মাসের কিস্তিতে এমএফএস/ নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে।
দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা এবং কিস্তি পরিশোধের সুরক্ষায় ক্রয়কৃত স্মার্টফোনগুলোতে স্মার্ট লকিং সিস্টেম যুক্ত করা থাকবে। এই প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধের জন্য গ্রাহককে নিয়মিত রিমাইন্ডার দেওয়া হবে এবং কিস্তি বাকি থাকলে ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে, যা নিশ্চিত করবে নিরাপদ ও ব্যবহারবান্ধব অভিজ্ঞতা।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “গ্রামীণফোন বিশ্বাস করে, ডিজিটাল সংযোগ সবার নাগালের মধ্যে থাকা উচিত। স্মার্টফোনকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন; পামপে’র সাথে এই পার্টনারশিপের মাধ্যমে এ বিষয়টি আবারো প্রতীয়মান হয়েছে। ক্রেডিট কার্ড ছাড়াই সহজ শর্তে মূল্য পরিশোধের সুযোগ দেওয়ার মাধ্যমে আমরা লাখো মানুষকে ডিজিটাল সংযোগের আওতায় আনছি, যা ডিজিটাল বৈষম্য কমিয়ে দেশে অন্তর্ভুক্তিমূলক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।”
পামপে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুন জেং (ইথান) বলেন, “স্মার্টফোনের ব্যবহার শুধু প্রযুক্তিগত সুবিধা নয়—এটি ডিজিটাল শিক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি এবং নতুন অর্থনৈতিক সুযোগের দরজাও খুলে দেয়। এই উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও সহজ মূল্য পরিশোধ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষকে ডিজিটাল জীবনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করছি আমরা।”
আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) রেজওয়ানুল হক বলেন, “গ্রামীণফোন ও পামপে’র এই উদ্যোগের ফলে টেকনো ও আইটেল ব্র্যান্ডের স্মার্টফোনগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আগে আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা স্মার্টফোন কিনতে পারতেন না সহজ এই কিস্তি সুবিধা তাদের জন্য এক নতুন দুয়ার খুলে দিয়েছে। কার্যকরী এই পার্টনারশিপের মাধ্যমে আইস্মার্টইউ’র মানসম্মত ডিভাইসগুলো আরো বহু মানুষের কাছে পৌঁছে যাবে বলে আমরা গর্বিত।”
বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারে সমতা এবং সাধারণ মানুষের হাতের নাগালে আনতে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আরও বেশি মানুষ ডিজিটাল দুনিয়ার সঙ্গে যুক্ত হতে পারবে যা দীর্ঘমেয়াদে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available