• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১০:৪৫:০৯ (19-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ১০:৪৫:০৯ (19-May-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

উদ্বেগ, উৎকণ্ঠায় অভিনয়শিল্পী সংঘ, প্রত্যাশা সরকারি হস্তক্ষেপের

১৯ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৭:৪১

উদ্বেগ, উৎকণ্ঠায় অভিনয়শিল্পী সংঘ, প্রত্যাশা সরকারি হস্তক্ষেপের

নিজস্ব প্রতিবেদক: ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতার ও কারাবাস নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করেছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। এমন ঘটনায় একজন শিল্পীকে সুরক্ষা দেয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলে মত প্রকাশ করেছে সংগঠনটি।

১৯ মে সোমবার নবনির্বাচিত সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর পক্ষ থেকে দেশের অভিনয়শিল্পীদের পক্ষে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজ তথা রাষ্ট্রের সেবা ও স্বার্থ সংরক্ষণে অভিনয়শিল্পীরা সর্বদা সোচ্চার ও সচেতন। শুধু তাই নয়, যে কোনো মানবিক প্রয়োজনেও অভিনয়শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং এই শিল্পীদের স্বার্থ ও সম্মান সংরক্ষণ করাও সমাজ তথা রাষ্ট্রেরই নৈতিক দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিনয়শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক গ্রেফতার, মামলা ও হামলায় তৈরি হয় নানা উদ্বেগ এবং  উৎকণ্ঠা। যা শিল্পী ও তার পরিবারের স্বাভাবিক জীবনাচারকে করে বিঘ্নিত ও অসহায়। পাশাপাশি সামাজিক জীবনেও তৈরি হয় নানা বিশৃঙ্খলা।

সবশেষে বিজ্ঞপ্তি বলা হয়, তাই শিল্পী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সংঘবদ্ধ চলমান অপচেষ্টা বন্ধ হোক। এ ব্যাপারে আমরা সরকারের কাছে ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন কর্মপন্থা প্রত্যাশা করছি। আমরা সর্বদা ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল। 

গতকাল রোববার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় নুসরাত ফারিয়াকে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৯ মে) অভিনেত্রীকে আদালতে তোলা হয়। এ সময় ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ ভিত্তিতে অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দারাজের ৬.৬ বিগ ঈদ সেল
১৯ মে ২০২৫ রাত ০৯:০৪:৪৫