নিজস্ব প্রতিবেদক: দেশের অনলাইন কেনাকাটার অভ্যস্ততা যে শুধু শহরেই সীমাবদ্ধ নয়, গ্রাম-গঞ্জেও তা এখন ঈদের কেনাকাটার অন্যতম মাধ্যম—তার বড় প্রমাণ হতে যাচ্ছে দারাজ বাংলাদেশের এবারের ঈদ আয়োজন, ৬.৬ বিগ ঈদ সেল। ২০ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্পেইন, যেখানে শুধু ছাড়েই নয়, থাকছে ব্যতিক্রমী পুরস্কার, আকর্ষণীয় ভাউচার এবং ক্রেতা-ভিত্তিক চমকপ্রদ কনটেস্ট।
যেহেতু ঈদ-উল-আযহা মানেই কোরবানির প্রস্তুতি, পরিবার, আর ভালোবাসার মানুষদের জন্য কিছু কেনা—দারাজের এই সেলও সাজানো হয়েছে সেভাবেই। সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, নির্দিষ্ট অর্ডারে ফ্রি ডেলিভারি, আর রয়েছে এমন একটি অফার, যেখানে একজন ক্রেতা জিতে নিতে পারেন একটি গরু। দারাজের "জিতসেন ভাই" কনটেস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আলোচনা তৈরি করেছে। ২০ মে থেকে ২৯ মে পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক সফল অর্ডার যার থাকবে, তিনি পাবেন একটি গরু এবং ক্রমানুসারে বাকি দুইজন পাবেন একটি করে ছাগল।
এছাড়াও ক্যাম্পেইনের প্রথম দিন, ২০ মে রাত ১২টা থেকে শুরু হচ্ছে মিডনাইট ভাউচার ড্রপ যেখানে প্রথম ঘণ্টাতেই মিলবে সীমিত সংখ্যার হাই-ভ্যালু ভাউচার। একই দিনে চলবে “মেগা গিভঅ্যাওয়ে” কনটেস্ট, যেখানে সর্বোচ্চ সফল অর্ডার মূল্যের গ্রাহক জিতে নিতে পারবেন একটি এসি। কনটেস্ট এর বিস্তারিত জানা যাবে দারাজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।
দারাজের জনপ্রিয় নিজস্ব চয়েস চ্যানেল থেকে যারা ঈদের কেনাকাটা করবেন, তাঁদের জন্য শর্ত সাপেক্ষে আছে ৪টি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি গিফট। এর ফলে প্রতি অর্ডারেই তৈরি হচ্ছে সাশ্রয়ের সুযোগ।
নির্দিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পেমেন্টে থাকছে সর্বোচ্চ ১৫% পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। অংশীদার আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বিকাশ, নগদ, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, কমিউনিটি ব্যাংক, লংকাবাংলা, ব্যাংক এশিয়া, ইবিএল, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ইএমআই পার্টনার হিসেবে এনআরবি ব্যাংক ও ইবিএল যিপ। এছাড়া ৭৯৯ টাকার বেশি অর্ডার করলেই মিলবে ফ্রি ডেলিভারি সুবিধা—যা আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে গ্রাহকের লাভের পরিমাণ।
দারাজ জানিয়েছে, ঈদ সেলের জন্য ব্র্যান্ড পার্টনারদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ট্রিক্স রয়েছে প্লাটিনাম পার্টনার হিসেবে। প্যারাস্যুট অ্যাডভান্সড, ইউনিলিভার, হায়ার, লোটো এবং ওরাইমো—এরা অংশ নিয়েছে গোল্ড স্পন্সর হিসেবে। আর গ্রুম লাভিনো, পার্পল কেয়ার, ইউগ্রিন বাংলাদেশ, মাইক্রোল্যাব, কুডি, ওয়েলেসিয়া, হিমালয়া, এসকেবি, নেসলে এবং ডাবর রয়েছে সিলভার ক্যাটাগরিতে। প্রতিটি ব্র্যান্ড দিচ্ছে বিশেষ ছাড়—ইলেকট্রনিকস, গ্রোসারি, ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরিতে।
এদিকে, মে মাসেও দারাজের মাসিক আয়োজন সুপার ব্র্যান্ড ডে-এ রয়েছে ক্রেতাদের জন্য আলাদা চমক। এই মাসে ২০ মে হায়ার এবং ২৩ মে রেকিট বেনকিজার নিজেদের সেরা অফার নিয়ে থাকছে দারাজে—যা থাকবে কেবল ওই দিনগুলোর জন্য। ঈদের প্রস্তুতিতে অনেকেই এই ডিলগুলোকে কাজে লাগাবেন বলে প্রত্যাশা করছে দারাজ।
সারা দেশে দারাজের শক্তিশালী লজিস্টিকস নেটওয়ার্ক এরই মধ্যে প্রমাণ করেছে—অনলাইন শপিং এখন শুধু শহরের না, বরং প্রতিটি জেলার জন্যও সময় ও খরচ বাঁচানোর নির্ভরযোগ্য মাধ্যম। যারা ঈদের ভিড় এড়িয়ে ঘরে বসেই প্রয়োজনীয় জিনিস কিনতে চান, তাঁদের জন্য ৬.৬ বিগ ঈদ সেল হতে পারে সেরা সুযোগ।
সব অফার, ও আপডেট জানতে চেক করুন দারাজ অ্যাপ এবং চোখ রাখুন দারাজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available