• ঢাকা
  • |
  • শনিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৪:৫০:০৬ (17-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৪:৫০:০৬ (17-May-2025)
  • - ৩৩° সে:

খেলা

আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ

১৭ মে ২০২৫ দুপুর ১২:৩০:৩৮

আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের বাকি অংশ

স্পোর্টস ডেস্ক: আইপিএলের বাকি অংশ শুরু হচ্ছে ১৭ মে শনিবার। ভারত-পাকিস্তান সহিংসতার কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় আইপিএল। গত ৯ মে বন্ধ হওয়ার পর শঙ্কা তৈরি হয়েছিল টুর্নামেন্ট নিয়ে। তবে, ৮ দিন পর ফের শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইপিএল। দিনের একমাত্র ম্যাচ এটি। পয়েন্ট টেবিলে আরসিবি আছে দুই নম্বরে, কেকেআর ছয়ে।

১৭ মে শুরু হয়ে আসর চলবে ৩ জুন পর্যন্ত। আইপিএলে বাকি আছে ১৭টি ম্যাচ। গ্রুপ পর্বের ১৩ ম্যাচ এবং প্লে অফের চার ম্যাচ (ফাইনালসহ)। খেলা অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, লখনৌ, জয়পুর ও আহমেদাবাদে গ্রুপ পর্বের ১৩টি ম্যাচ আয়োজিত হবে।

বিবৃতিতে অবশ্য প্লে-অফের ভেন্যুর কথা জানায়নি বিসিসিআই। তবে, প্লে-অফের তারিখ জানিয়েছে তারা। গ্রুপ পর্ব শেষে সেরা চার দল লড়বে প্লে-অফে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ও ৩ জুন অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫-এর ফাইনাল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত সরকার, দলগুলোর মালিক, প্রশাসন, নিরাপত্তা সংস্থা ও স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেই টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাবেক এমপি জেবুন্নেছা গ্রেফতার
১৭ মে ২০২৫ বিকাল ০৪:২১:২৯





কিশোরগঞ্জে জাল নোটসহ গ্রেফতার ১
১৭ মে ২০২৫ বিকাল ০৩:৪১:০৮



নরসিংদীতে ট্রাকের চাপায় যুবক নিহত
১৭ মে ২০২৫ বিকাল ০৩:১৯:২৬