ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দীর্ঘ আলোচনা সমালোচনা ও লড়াই সংগ্রামের পর অবশেষে দিনাজপুরের ঘোড়াঘাটের আফছারাদ কলোনীতে মসজিদে তওহিদ ও ইসলামিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।
১৭ মে শনিবার বাদ জোহর উপজেলার ৩নং সিংড়া ইউ'পি এলাকার কশিগাড়ি আফছারাবাদ কলোনীতে এ মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, মুফতি মনোয়ার হোসেন, ৩নং সিংড়া ইউ'পি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন প্রমুখ।
এ সময় মুফতি মনোয়ার হোসেন তসর তার বক্তব্যে বলেন, এ এলাকায় দীর্ঘ ৪০ বছর যাবৎ কথিত রহিম বাবা নামক ভন্ড পীরের শিরক ও বিদ'আতের আস্তানা গড়ে কবরপূজা, বিভিন্ন কুসংস্কার, গানবাজনা ও নারীদের অবাধ আসা যাওয়াসহ ইসলামের অশ্লীলতা ও বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। আর এগুলো থেকে মুক্তি পেতে দীর্ঘদিন থেকে আলোচনা ও লড়াই সংগ্রামের পর এলাকাবাসীর হৃদয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এখানে একটি মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স উদ্বোধন হচ্ছে।
তিনি আরও বলেন, এ মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের মাধ্যমে নামাজ আদায়, দ্বীনি শিক্ষা, যুবকদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, গরীব ও অসহায় মানুষের সাহায্য সহযোগিতা সহ কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে সামাজিক সামাজিক সংগঠন সিরাতে মুস্তাকিম পরিষদের সভাপতি খাদেম আলী, সহ-সভাপতি মোমিনুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক ফিরোজ কবির, বিভিন্ন এলাকার আলেম ওলামা ও সহস্রাধিক তৌহিদি জনতা, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available