কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে জাল নোটসহ মো. আতিকুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ।
১৬ মে শুক্তবার সন্ধ্যায় উপজেলার মানিকখালী রেলওয়ে স্টেশন থেকে ৬ টি ১০০০ টাকার ও ২ টি ৫০০ টাকার জাল নোটসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আতিকুর রহমান ‘জাল টাকা’ ও ‘জাল টাকার ডিলার’ পয়েন্ট নামক ফেসবুক পেজের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, আসামি এক বছর যাবৎ ১২৫০০ টাকার বিনিময়ে ৫০০০০ টাকার সমপরিমাণ জাল নোট কুমিল্লা শহরের চকবাজার এলাকার এক জাল নোট কারবারির কাছ থেকে সংগ্রহ করে সন্ধ্যার পরে জেনুইন নোটের সাথে ওই জাল নোট মিশিয়ে বিভিন্ন দোকানে কেনাকাটা করে আসছিল।
এছাড়াও চক্রটি ফেসবুক গ্রুপের মাধ্যমে জাল নোট বিক্রির বিজ্ঞাপন প্রচার করত। এরপর জাল নোটের কারবারিরা অর্থের বিনিময়ে নির্ধারিত স্থান থেকে জাল নোট সংগ্রহ করত।
এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available