• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৪:৫০ (25-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৪:৫০ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

খেলা

বিশ্বকাপে নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

১৫ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:৩৩:৫৮

বিশ্বকাপে নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

ফাইল ফটো

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় নারী বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লতা মন্ডলকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার সোহেলী আক্তার। দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপও।

গণমাধ্যমের ওই প্রতিবেদনে জানা যায়, বিশ্বকাপ স্কোয়াডের এক খেলোয়ারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা সোহেলি ইসলাম। আফ্রিকায় থাকা সেই ক্রিকেটার অবশ্য এ প্রস্তাবে রাজী হননি।

ইতোমধ্যে গণমাধ্যমটি দুজনের কথোপকথনের একটি অডিও প্রকাশ করেছে।

এ বিষয়ে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা অবগত রয়েছেন। তবে এটি তদন্ত করার পুরো দায়িত্ব আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) ওপর পড়েছে।

তিনি বলেন, আমাদের খেলোয়াড় যখন প্রস্তাব পায়, দক্ষিণ আফ্রিকায় তখন সে ম্যানেজমেন্টকে বিষয়টি জানায়। এরপর সেখান থেকে বিসিবিকে জানানো হয় পরবর্তীতে বিসিবি আইসিসিকে জানিয়েছে। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) এখন বিষয়টা দেখছে। এখন আইসিসির এখতিয়ার, তারা যেটা করবে।

নাদেল বলেন, আইসিসি এখন তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমাদের এই মুহূর্তে বলার কিছু নেই এবং করণীয়ও কিছু নেই। যেহেতু এটা আকসুর বিষয়, তারা সহযোগিতা চাইলে আমরা করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ