ঢাকা কলেজ প্রতিনিধি: রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা কলেজে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ২১ সেপ্টেম্বর রাতে ভারী বর্ষণের ফলে ঢাকা কলেজের হল, খেলার মাঠসহ কলেজ ক্যাম্পাসের অধিকাংশ এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সিটি কর্পোরেশনের পানি নিষ্কাসনের জন্য উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে কলেজের স্বাভাবিক একাডেমিক ও অন্যান্য কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ছাত্রাবাসে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
২২ সেপ্টেম্বর শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা কলেজের উত্তর ছাত্রবাস থেকে শুরু করে পশ্চিম ছাত্রাবাসের নিচতলা পর্যন্ত পানি জমে আছে। আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রবাসের নিচতলার সকল কক্ষে পানিতে পরিপূর্ণ হয়ে ভয়বহ রুপ ধারণ করেছে। এছাড়া হলের মাঠ, মসজিদের আশেপাশে পানি জমে শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। হলের আবর্জনা বৃষ্টির পানিতে ধুয়ে দূষিত পানি হলের মাঠে জমে আছে। ফলে পানিবাহিত রোগ সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা জলাবদ্ধতা নিরসনে কলেজ প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে, উত্তর ছাত্রাবাসের হিমু নামের এক শিক্ষার্থী বলেন, পানি অপসারণের কোনো ব্যবস্থা না, পিছনের স্টাফদের বাসায় কোমড় পর্যন্ত পানি। ওয়াসরুম, ঘরের বেড সব পানির নিচে। ওয়াশরুম ব্যবহারের জন্য স্টাফদের ফ্যামিলির সবাই বাধ্য হয়ে হলে আসছে। এদিকে হলের ওয়াশরুমে সৃষ্টি হয়েছে পানির সংকট। এককথায় চরম ভোগান্তিতে এখন ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা। আশা করি, কলেজ প্রশাসন দ্রুতই পদক্ষেপ নেবে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আবাসিক হলের এক শিক্ষার্থী বলেন- কি একটা অবস্থা, একে তো ডেঙ্গুর ভয়াবহতা, তার উপর ক্যাম্পাসে এরকম পানি জমে থাকলে এখানে ডেঙ্গু ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে। এমন হলে কে নেবে এর দায়ভার? আমরা দ্রুতই পানি অন্যত্র অপসারনের ব্যাবস্থা গ্রহণে কতৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে, ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আকস্মিক ভারী বৃষ্টির কারণে ক্যাম্পাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কলেজ প্রশাসন এই পানি অপসারণে কি করবে? নিউমার্কেটসহ আশেপাশের এলাকায় এখনও হাঁটু পানি জমে আছে। সকল ছাত্রদের ধৈর্য্য ধরার আহ্বান জানাচ্ছি। আশা করা যায় খুব দ্রুতই পানি নেমে যাবে।
জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করা হয়েছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- না, এখনও পানি অপসারণে বিষয়ে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করা হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available