ঢাকা কলেজের বাস ভাংচুর করল আইডিয়ালের শিক্ষার্থীরা
ঢাকা কলেজ প্রতিনিধি: উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে কলেজে ফেরার পথে ঢাকা কলেজের বিজয় ২৪ বাস ভাংচুর করল ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।২৬ অক্টোবর রবিবার আনুমানিক দুপুর ১টার দিকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে ঢাকা কলেজের বাস আটকিয়ে ভাংচুর করে আইডিয়াল কলেজের অর্ধশত শিক্ষার্থী।জানা যায়, ভাংচুর করা বিজয় ২৪ বাসটি ঢাকা কলেজ থেকে সাভার রুটে চলাচল করে থাকে। উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ঢাকা কলেজ ফেরার পথে বাসটি ভাংচুরের শিকার হয়। এতে বাসের বাম দিকের জানালার ব্যাপক ক্ষতি হয়।এ বিষয়ে বাসের চালক কবির হোসেন বলেন, ‘আমি মিরপুর থেকে বাস নিয়ে আসার সময় গাড়িতে কেউ ছিল না। তারা গাড়িটার সামনে এসে বলে গাড়ি চাপান। আমি চাপাই নাই, তারা জিজ্ঞেস করে গাড়িতে কে কে আছে? আমি কইছি কেউ নাই। এরপর তারা সামনের দুই চাকার ভিতরে যোগান দিয়ে ভাংচুর শুরু করে। আমরা তাদের না ভাংতে অনুরোধ করি। তারা বলে, ‘এটা সরকারি গাড়ি, গাড়ি ভাঙলে সরকারের ভাঙবে আমাদের কি?’ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভিন সুলতানা হায়দার বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফিরার পথে বিজয় ২৪ নামের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়। পরে আমাদের এক শিক্ষক বাসটি ক্যাম্পাসে নিয়ে আসেন। কি কারণে তারা বাস ভেঙেছে তা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না।’ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘কি কারণে আইডিয়ালের ছাত্ররা বাস ভাংচুর করেছে সেটি আমরা জানি না। পুলিশ এসেছিলো বিষয়টি আইনি প্রক্রিয়ায় গিয়েছে।’এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, ‘এ বিষয়ে ঢাকা কলেজ থেকে আমাদের জানানো হয়েছে। তারা যদি মামলা করে তাহলে আমরা মামলা নিবো এবং আইনানুগ ব্যবস্থা নিবো।’