ঢাকা কলেজ সাংবাদিক সমিতিতে ভোটের হাওয়া, নির্বাচন ১৮ ফেব্রুয়ারি
ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজ সাংবাদিক সমিতির ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।গত ২০ জানুয়ারি মঙ্গলবার নির্বাচন কমিশনের এক বিশেষ সভায় আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল প্রকাশ করে।ঘোষিত তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।নির্বাচনে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র বিক্রি ও জমা গ্রহণ চলবে ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত। ২ ফেব্রুয়ারি খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। সবশেষে ৬ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।প্রার্থীদের প্রচারণা কার্যক্রম চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নির্ধারিত ভোটকেন্দ্রে।নির্বাচন আচরণবিধিতে বলা হয়েছে, কোনো ধরনের পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল বিতরণ করা যাবে না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো যাবে। একই সঙ্গে কাউকে হেয়প্রতিপন্ন করে কুরুচিপূর্ণ বা বিদ্বেষমূলক প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বিঘ্নিত হয়-এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, সব পক্ষের সহযোগিতায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব পাবে।