• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ সকাল ১০:০৬:১০ (12-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ সকাল ১০:০৬:১০ (12-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিকেএমই নির্বাচনে হাতেমের নেতৃত্বাধীন প্যানেল জয়ী

১১ মে ২০২৫ দুপুর ০২:০১:৩৮

বিকেএমই নির্বাচনে হাতেমের নেতৃত্বাধীন প্যানেল জয়ী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পোশাক শিল্প মালিকদের  ব্যবসায়িক সংগঠন  বিকেএমইর ২০২৫- ২৭ মেয়াদ ৩৫টি পরিচালক পদের জয়ীদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মোট ভোট পড়েছে ৪৩১টি। যার মধ্যে ঢাকায় ২৩১ ভোট ও নারায়ণগঞ্জে ২০০ ভোট পড়েছে। ভোট বাতিল হয়েছে ২৩টি।

১০ মে শনিবার সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকার বাংলামটর ও নারায়ণগঞ্জের বিকেএমইর  দুটি কার্যালয়ে ভোট গ্রহণ চলে।  নির্বাচনে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স প্যানেলের ৩৫টি পরিচালক পদে জয়লাভ করে।  সন্ধ্যায় ভোট গণনা শেষ নির্বাচন কমিশনারের চেয়ারম্যান  সফিউল্লাহ চৌধুরী  বিজয়ীদের  নাম ঘোষণা করেন।

এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, মোট ৩৫টি পরিচালক পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে  বিকেএমইর সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স  প্যানেলের  ৩৫ জনের পরিচালক পদে বিজয়ী হন।

প্রসঙ্গত বিকেএমইর মোট ভোটার সংখ্যা ৫৭২। এর মধ্যে নারায়ণগঞ্জে ২৭২,  ঢাকায় ২২৪ ও চট্টগ্রামে ৭৬ জন ভোটার রয়েছে।

নির্বাচিত এই ৩৫ জন প্রার্থী প্রার্থী বৈঠকের মাধ্যমে আগামীতে বিকেএমই এর সভাপতি নির্বাহী সভাপতি ও সাতজন সহ-সভাপতি নয়জনের পরিচালনা পর্ষদ গঠন করবে।

এর আগে সকালে  অত্যন্ত মনোরম সুশৃঙ্খল  পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ চলে।  অনুষ্ঠানে নির্বাচন কমিশন ছাড়াও পর্যবেক্ষণ সদস্য টীম  ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সর্বশেষ ২০১২ সালে ভোট গ্রহণের মাধ্যমে বিকেএমই এর পরিচালনা পর্ষদ গঠিত হয়েছিল।  এর মধ্যে টানা ১৩ বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায়  বিকেএমই এর পরিচালনা পরিষদসহ সভাপতি অন্যান্য পদ গুলো নির্ধারিত হয়েছিল।  কিন্তু এবার ২০২৫-২৭ সালের মেয়াদে বিকেএমইএর পরিচালনা পরিষদের কমিটিতে স্বতন্ত্র তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা  কারণে ভোট দেওয়ার সুযোগ পায় ব্যবসায়ী এই সংগঠনের সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ