বরিশাল প্রতিনিধি: দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনতে বরিশাল-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হচ্ছে। ধাপে ধাপে বাস্তবায়ন হবে এই মেগা প্রকল্প।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ১০ মে শনিবার বিকেলে বরিশাল সার্কিট হাউজের ধানসিঁড়ি মিলনায়তনে বিভাগীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান।
তিনি বলেন, বরিশালের মানুষ বহুদিন ধরে আধুনিক সড়ক ব্যবস্থার স্বপ্ন দেখছিল। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মাণ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।
প্রকল্পটির প্রথম ধাপে পটুয়াখালীর পায়রা সেতু পর্যন্ত কাজ শুরু হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রাস্তার অবস্থা এখনো সংকুচিত ও অপ্রতুল। তাই বরিশালের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি ও দ্রুত যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এতে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও সাধারণ মানুষের যাতায়াতে আসবে ব্যাপক গতি।
সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available