• ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:৩৮:২৭ (04-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:৩৮:২৭ (04-May-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৪ মে ২০২৫ বিকাল ০৫:২৮:২৯

খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নীলফামারী প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধূরী তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।

৪ মে রোববার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার বাটার মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন নেতা-কর্মীরা।

মানববন্ধনে ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ারসহ অনেকে।

একইদিনে ডিমলা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে ডিমলা উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলো ৪ মে রোববার দুপুরে ডিমলা উপজেলা বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লান চত্বরে সমাবেশ করে।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহসভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, নাউতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদর ইউনিয়ন যুবদল সভাপতি সোহাগ খান লোহানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর কবির, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক বাবু উৎপল কান্তি সিং, সদস্য সচিব জ্যোতি রঞ্জন রায, মহিলা দলের সভা নেত্রী নুর জাহান পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। 

তারা বলেন, ১/১১ ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বক্তারা আরো বলেন, বিগত আওয়ামী সরকারের রোষানলে পড়ে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘ ১৮ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে গণ-আন্দোলনের মাধ্যমে তাদের প্রিয় নেতা তুহিনের মুক্তি নিশ্চিত করা হবে।

তারা আরও বলেন, তার নিঃশর্ত মুক্তির দাবিতে ইতোমধ্যে নীলফামারীসহ বৃহত্তর রংপুর বিভাগে আন্দোলনের লেলিহান শিখা জ্বলে উঠেছে এবং দাবি আদায় না হলে বৃহত্তর রংপুর বিভাগে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
৪ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭:৫০






দাম কমলো এলপি গ্যাসের
৪ মে ২০২৫ বিকাল ০৪:৩৮:০৫