• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০২:৪২:৫৪ (15-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

উল্লাপাড়া উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। সাবেক সদস্য সচিব ও এমপি প্রার্থী আজাদ হোসেন আজাদের নির্দেশনায় ১৩ ডিসেম্বর শনিবার বিকেলে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি গুলিস্তান চত্বর প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা ও সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বিরোধী মতের কণ্ঠ রোধ করতে এ ধরনের হামলার ঘটনা ঘটানো হচ্ছে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। বক্তারা অবিলম্বে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সদস্য আকরাম হক ওয়ারেস, জেলা যুবদলের সদস্য একরামুল ফয়সাল শিপলু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আওলিয়া এবং সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা অনেকে ।বক্তারা আরও জানান, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।