• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:২৪:১৫ (23-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

প্রশিক্ষণ ভাতার টাকা না দেয়ার প্রতিবাদে উন্নয়ন সংস্থার পরিচালক মিষ্টির বিরুদ্ধে বিক্ষোভ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় জীবন ও দেশ উন্নয়ন সংস্থার পরিচালক মৌসুমী আক্তার মিষ্টির বিরুদ্ধে সেলাই প্রশিক্ষণের ভাতার টাকা না দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলি করেছেন ভুক্তভোগী নারীরা।এর প্রতিবাদে ভুক্তভোগীরা ২১ অক্টোবর মঙ্গলবার সাঘাটা উপজেলা চত্বরে বোনারপাড়ায় ভুক্তভোগী নারীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা জানান, ১২ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা দেয়ার কথা বলে ২০২৪ সালের ৮শ ৫০ জন হত দরিদ্র নারীর কাছ থেকে ৪ হাজার করে নেন মিষ্টি। কিন্তু প্রশিক্ষণ শেষে এক বছর পার হয়ে গেলেও কারো ভাতার টাকা দিচ্ছিন না তিনি।পরে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল বরাবর একটি লিখিত অভিযোগও জমা দেন তারা। অভিযোগপত্রে স্বাক্ষর করেন ভুক্তভোগী নারী রত্না বেগম, রক্সি আক্তার, শাপলা বেগম।লিখিত অভিযোগ থেকে জানা যায়, জীবন ও দেশ উন্নয়ন সংস্থার পরিচালক মৌসুমী আক্তার মিষ্টি ২০২৪ সালের মার্চ মাসে হতদরিদ্র মহিলাদের নিকট থেকে ৪ হাজার টাকা করে নেন। তখন তিনি প্রতিশ্রুতি দেন, প্রশিক্ষণ শেষে জনপ্রতি ১২ হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে। কিন্তু প্রশিক্ষণ শেষ হওয়ার এক বছর পার হয়ে গেলেও প্রশিক্ষণ ভাতার টাকা পাননি প্রশিক্ষণার্থীরা। টাকা চাইতে গেলে নানা টালবাহানা করছেন সংস্থার পরিচালক মৌসুমী আক্তার মিষ্টি।এ অভিযোগ প্রসঙ্গে জীবন ও দেশ উন্নয়ন সংস্থার পরিচালক মৌসুমী আক্তার মিষ্টি সাথে মুঠো ফোনে কথা হলে তিনি অস্বীকার করে বলেন, ‘আমার সাথে তাদের টাকা নেয়া, লেনদেন কোনো কিছু নেই।’