• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:৪৯:৫৫ (23-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিএনপির বিক্ষোভ

মাল্টিমিডিয়া রিপোর্টার : নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।১৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে শিমরাইল এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মান্নান বিএনপির নেতাকর্মীদের ‘চাঁদাবাজ’ উল্লেখ করে ব্যঙ্গ করেছেন। পরে সেই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দলীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।তারা বলেন, মান্নানের এমন মন্তব্যে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।নেতৃবৃন্দ আরও বলেন, দলের প্রতি অনুগত, সুশিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে প্রার্থী করা উচিত। মান্নানের মতো বিতর্কিত ব্যক্তির মাধ্যমে নির্বাচনে গেলে দল ক্ষতিগ্রস্ত হবে বলেও তারা মন্তব্য করেন।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা মহাসড়কে মিছিল বের করে মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন।