• ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ দুপুর ১২:২৬:১১ (04-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ দুপুর ১২:২৬:১১ (04-May-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন মির্জা ফখরুল

৪ মে ২০২৫ সকাল ০৮:২৮:১৫

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে ৫ মে সোমবার কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩ মে শনিবার সন্ধ্যায় গুলশান চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিমূলক যৌথসভা শেষে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসনের আগমন ঘিরে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। বিমান বন্দর থেকে গাড়িতে করে ৮ নম্বর গেট দিয়ে খালেদা জিয়ার গাড়িবহর গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হবে। এ সময় বিমান বন্দর মোড় থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’ পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাবেন।

এ সময় বেগম জিয়ার আগমন ও অভ্যর্থনার জন্য বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানান তিনি। 

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি তারেক রহমানের বাসায় ফেরেন। তার চিকিৎসা তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস।

এবারের ফিরতি যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকছেন তার দুই পুত্রবধূ- তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মেট্রোরেলে ১২০ পদে চাকরির সুযোগ
৪ মে ২০২৫ সকাল ১১:১৪:৪৮





ফেনীতে শিয়ালের মাংস বিক্রি
৪ মে ২০২৫ সকাল ১০:৩৯:২২