• ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৪০:১৪ (04-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৪০:১৪ (04-May-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

পাকিস্তানি রেঞ্জার আটক, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা

৪ মে ২০২৫ সকাল ১১:০৬:০৬

পাকিস্তানি রেঞ্জার আটক, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে তীব্র বলে মনে করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ৩ মে শনিবার রাজস্থানে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করে বিএসএফ। এই ঘটনা ঘটে এমন সময়, যখন ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টর থেকে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে পাকিস্তান। সাহু ছিলেন কৃষকদের পাহারায় নিয়োজিত।

রেওয়াজ অনুযায়ী, ভুল করে সীমান্ত অতিক্রমকারী সৈন্যদের পরস্পরকে ফেরত দেওয়ার চল থাকলেও, পাকিস্তান সাহুকে এখনও ফেরত না দেওয়ায় ভারত পাকিস্তানি রেঞ্জারকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছে।

রেঞ্জার আটকের পরই কাশ্মিরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে পাকিস্তান সেনাবাহিনী বিনা উসকানিতে গোলাবর্ষণ শুরু করে বলে অভিযোগ ভারতীয় সেনার। ভারতও পাল্টা জবাব দিয়েছে।

সেনাসূত্র জানিয়েছে, এটি গত ১০ দিনের ধারাবাহিক সংঘর্ষের চূড়ান্ত রূপ। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই, তবে উভয় পক্ষের বহু পোস্ট এই সংঘর্ষে জড়িত ছিল। সূত্র: এনডিটিভি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ