• ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৯:১৩ (04-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৯:১৩ (04-May-2025)
  • - ৩৩° সে:

চাকরি

মেট্রোরেলে ১২০ পদে চাকরির সুযোগ

৪ মে ২০২৫ সকাল ১১:১৪:৪৮

মেট্রোরেলে ১২০ পদে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট: শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ২৪ ক্যাটাগরির পদে মোট ১২০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল)

পদসংখ্যা: ২

বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

৫. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা

পদসংখ্যা: ৩

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

৬. পদের নাম: অর্থ কর্মকর্তা

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

৭. পদের নাম: জুনিয়র রাজস্ব কর্মকর্তা

পদসংখ্যা: ২

বেতন: মূল বেতন ২৫,৯৯০ টাকা

৮. পদের নাম: অর্থ সহকারী

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

৯. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ৫

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১০. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন)

পদসংখ্যা: ৬

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১১. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস প্ল্যানিং/ট্রেনিং/বাজেট)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১২. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস স্পেশাল)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৩. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস এয়ারকন)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৪. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ডোর)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৫. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস বগি)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৬. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস নিউম্যাটিকস)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৭. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (পি-ওয়ে)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৮. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (প্রকিউরমেন্ট)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৯. পদের নাম: জুনিয়র মার্কেটিং অফিসার

পদসংখ্যা: ২

বেতন: মূল বেতন ২৫,৯৯০ টাকা

২০. পদের নাম: পেশ ইমাম

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ২৩,৪৬০ টাকা

২১. পদের নাম: মোয়াজ্জিন

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

২২. পদের নাম: সেমি স্কিলড মেইনটেইনার

পদসংখ্যা: ৮০

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

২৩. পদের নাম: সেমি স্কিলড মেশিন অপারেটর (রোলিং স্টক)

পদসংখ্যা: ৪

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

২৪. পদের নাম: সেমি স্কিলড ড্রাইভার (সিএমভি)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা


যেভাবে আবেদন

যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা অনলাইনে এই ওয়েবসাইটের (http://dmtcl.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।

আবেদন ফি

১-৬ এবং ৯-১৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৭ ও ১৯ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা এবং ৮ ও ২০-২৪ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

৪ জুন, ২০২৫।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ