• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:৫৬:২৩ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:৫৬:২৩ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

বিএনপির আন্দোলন সরকারকে পদত্যাগে বাধ্য করবে: মোশাররফ

১৫ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৩:৩৪:০৭

বিএনপির আন্দোলন সরকারকে পদত্যাগে বাধ্য করবে: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তা ক্রমান্বয়ে বেগবান হয়ে সরকারকে পদত্যাগে ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করবে ইনশাআল্লাহ। বিএনপির রাজপথে আন্দোলন দেখে আওয়ামী লীগ হতাশ হয়ে আবোল-তাবোল কথা বলা শুরু করে দিয়েছে।

১৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের জনগণ আজ অতিষ্ঠ, ক্ষুব্ধ! অনিবার্য কারণেই তারা প্রকাশ্যে প্রতিবাদ জানাচ্ছে। দেশের জনগণ এই দুঃসহ বর্তমান এবং অনিবার্য ধ্বংস থেকে বাঁচতে চায়।

অভিযোগ করে তিনি বলেন, আবার হামলা আহত, নিহত, নির্যাতিতদের বিরুদ্ধে গায়েবি মামলা দিচ্ছে। বিরোধী দলের প্রতিটি কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে ক্রমাগত দ্বন্ধ ও সংঘাতের উস্কানি দিচ্ছে আওয়ামী লীগ। বিরোধী দল সচেতনভাবে এইসব প্ররোচনার ফাঁদে পা না দেওয়ায় সরকারি দলের মন্ত্রী ও নেতারা হতাশ হয়ে আবোল-তাবোল কথা বলে লোক হাসাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আমতলীতে ৬ কেজি গাঁজাসহ কারবারি আটক
২০ এপ্রিল ২০২৪ সকাল ০৯:২৬:২৮





কালাইয়ে ৪ জুয়াড়ি গ্রেফতার
২০ এপ্রিল ২০২৪ সকাল ০৮:২৪:৫০