• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩৩:৪৫ (25-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩৩:৪৫ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে দিতে বিএনপি পদযাত্রা করছে: তথ্যমন্ত্রী

১২ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৫:৩২:২৯

সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে দিতে বিএনপি পদযাত্রা করছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে দিতে বিএনপি পদযাত্রা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অসৎ উদ্দেশ্য ছিল তাদের। আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছিল। শান্তি সমাবেশ করেছে, যে কারণে বিএনপি যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তারা তা পারেনি।

১২ ফেব্রুয়ারি রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, দেশ নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই। তাদের সব আগ্রহের কেন্দ্রবিন্দু খালেদা জিয়া ও তারেক রহমান। সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে রেখেছে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার স্বপ্ন দেখে। আমরাও চাই, তিনি ফিরে আসুক। তিনি শাস্তির মুখোমুখি হোক। তার বিচার হোক, আমরা সেটি চাই। খালেদা জিয়ার স্বাস্থ্য কেমন আছে এ নিয়ে তাদের সব আগ্রহ। জনগণ-দেশ নিয়ে তাদের ভাবনা নেই। যারা গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অশ্রদ্ধাশীল, তারাই বলতে পারে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতি তাদের কোনো আগ্রহ নেই।

একই সময় কর্মসূচি দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, আমরা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছি না। নির্বাচনের আগ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে। কারণ, আওয়ামী লীগ রাজপথের দল, ক্ষমতায় থাকলেও আমরা কর্মসূচি দেব, না থাকলেও দেবো।

এর আগে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। এসময় বিএসপি সভাপতি মোজাফফর হোসেন পল্টু ও সেক্রেটারি এম জি কিবরিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
২৫ এপ্রিল ২০২৪ দুপুর ০১:২০:৪২






শৈলকুপায় ইসতিসকার নামাজ আদায়
২৫ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৪৩:১২


বড়াইগ্রামে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত
২৫ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৩০:৪২