নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন ঘোষিত ছয়টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ৬২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়নের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ফরম বিক্রি করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী শুক্রবার থেকে ১৩ ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত (প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রার্থীদের দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী সোমবার বিকেল সাড়ে ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available