নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার জোর করে দেশের মানুষের ঘারে চেপে বসেছে, তাই এই সরকারের পতন ঘটাতে না পারলে দেশের মানুষের ভাগ্যে উন্নয়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
১ ফেব্রুয়ারি বুধবার দুপুরে রাজধানীর কমলাপুরে গনতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবি আদায়ে বিএনপি শেষ দিনের ৪র্থ পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, এই পদযাত্রা আওয়ামী লীগের পতন যাত্রা। এখন শুধু সময়ের অপেক্ষায়। আজকে আমি মুগদা থেকে হেঁটে আসলাম। রাস্তায় মানুষের উপস্থিতির কারণে সুই ফেলারও যায়গা নেই।
তিনি বলেন, এ দেশের মানুষ শান্তি প্রিয় মানুষ। কিন্তু তারা প্রয়োজনে এমন শক্ত হয়, তখন তাদের মতো আর কেউ নেই। এই সরকারকে এখন মানুষ বিশ্বাস করে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available