আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা বিএনপির সমাবেশের চেয়ে কমপক্ষে ১২-১৪ গুণ বড় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, আওয়ামী লীগের প্রতি যে জনগণের সমর্থন আছে, রাজশাহী জনসভা সেটিই প্রমাণ করেছে।
৩০ জানুয়ারি সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষ জাতীয় প্রেসক্লাব নেতাদের সঙ্গে মতবিনিময় ও সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. হাছান মাহমুদ বলেন, ২০১৩-১৪-১৫ সালে যে মানুষের ওপরে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছেন। সেই পেট্রোল বোমা নিক্ষেপের হুকুমদাতা বিএনপি নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই হুকুমদাতাদের মধ্যে একজন। এভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যার পর এখনও যে তারা ঘুরে বেড়ান এটাই তো জনগণের কাছে একটা আশ্চর্যজনক বিষয়।
এ সাক্ষাতে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতারা ২১তলা মিডিয়া কমপ্লেক্স তৈরিতে সহায়তার জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মন্ত্রী এ ব্যাপারে তাদের আশ্বস্ত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available