• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২১:৩৭ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২১:৩৭ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

আজ দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে: নজরুল ইসলাম খান

২০ জানুয়ারী ২০২৩ দুপুর ০২:৫১:৫৯

আজ দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক : অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। আজ দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, দেশে আজ একটি অনির্বাচিত সরকার, যাদের দেশের জনগণের কাছে কোনো জবাবদিহি নেই। একদিকে কিছু লোক অর্থ লুট করে কোটিপতি বনে গেছে, অন্যদিকে কয়েক কোটি লোক দরিদ্র হয়েছে। মানুষ এমনিতেই কষ্টে আছে। তারা আরও দুঃসময়ের ভয় পাচ্ছে। সেখানে সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। কয়েকদিন আগেই বিদ্যুতের দাম বাড়ালো। এখন আবার গ্যাসের দাম বাড়িয়েছে। শিল্পখাতে গ্যাসের দাম বাড়িয়েছে। এর জোগান তো গরিব মানুষকেই দিতে হবে।

২০ জানুয়ারি শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পথশিশুদের মধ্যে খাবার ও অসহায় নারীদের শাড়ি বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেডআরএফ।

নজরুল ইসলাম খান বলেন, আজ খাদ্যপণ্য নিয়ে জাহাজ ঘুরছে, তাদের টাকা পরিশোধ করতে পারেনি। মানুষের চাকরি হচ্ছে না। কর্মসংস্থান নেই। এর মধ্যেই গ্যাসের দাম বাড়িয়ে শিল্পখাতকে আরও বিপদে ফেলা হলো। সুতরাং বাংলাদেশ আরও কঠিন সংকটে পড়ার আগেই আমাদের লড়াই করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

জেডআরএফের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আহমেদ শফিকুল হায়দার পারভেজ, লুৎফর রহমান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আবেদ রাজা, ডা. পারভেজ রেজা কাকন, মাহবুব আলম, মো. হানিফ, কে এম আসাদুজ্জামান চু্ন্নু প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
১৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৫১