বিএনপির গণঅবস্থান
নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে রাজধানীতে গণঅবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি।
এ কর্মসূচি কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
১১ জানুয়ারি বুধবার বেলা ১১টার পরিবর্তে সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণঅবস্থান কর্মসূচি শুরু করে বিএনপি। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে। চলবে বিকেল ৩টা পর্যন্ত।
গণঅবস্থান কর্মসূচি ঘিরে সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির গণঅবস্থান কর্মসূচি ঘিরে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য রাজধানীর বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল ৯টা থেকে নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, পল্টন ও মতিঝিলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে আমাদের বাড়তি ফোর্স মোতায়ন রয়েছে। বিএনপির কর্মসূচি স্থান ও এর আশপাশের এলাকায় যেন নিরাপত্তা পরিস্থিতির বিঘ্ন না ঘটে এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি নয় সেই লক্ষ্যে আমরা সতর্ক অবস্থায় রয়েছি।
এদিকে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর প্রতিটি থানা, ওয়ার্ড, ইউনিট ও গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক পাহারায় রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভা ও বেলা ১১টায় শাহবাগে অবস্থান কর্মসূচি করছে বাংলাদেশ ছাত্রলীগ। একই সময়ে ফার্মগেটে সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সমাবেশ করবে। দিনব্যাপী এসব কর্মসূচিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা অংশ নেবেন।
এছাড়াও বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available