নিজস্ব প্রতিবেদক : একমাস পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৯ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তারা কারামুক্ত হন।
নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গত ৩ জানুয়ারি বিএনপির এই শীর্ষ ২ নেতাকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। পরদিন তাদের জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ৮ জানুয়ারি রোববার ওই আবেদনের শুনানিতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তাদের জামিন বহাল রাখা হয়।
এর আগে ৪ বার মির্জা ফখরুল ও আব্বাসের জামিন আবেদন নাকচ করেন নিম্ন আদালত। পরে হাইকোর্টে আবেদন করেন তারা।
পল্টন থানায় দায়ের হওয়া মামলায় জামিননামা তাদের সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। এরপর ৫টা ৫০ মিনিটে মুক্তি পান তারা।
গত বছরের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানার দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available