জাগ্রত বাংলাদেশের ঢাকা উত্তরের আহ্বায়ক ফরহাদ, সচিব অপু
নিজস্ব প্রতিবেদক: জাগ্রত বাংলাদেশের (জেবিডি) ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফরহাদ ফয়সাল ও সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মহসিন অপু।
২৫ মে বৃহস্পতিবার রাতে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক সভায় এই কমিটির অনুমোদন দেয় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আজমুল জিহাদ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন ভুঁঞা। এ সময় সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুন, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক রোমান কবিরসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনীত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন- অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট অভি, অ্যাডভোকেট রবিউল হায়দার রবি, অ্যাডভোকেট আসিফ হোসেন।
কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন- অ্যাডভোকেট বাপ্পি খান ও মোহাম্মদ সাইফ। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট শাহনাজ পারভীন (বেলা), অ্যাডভোকেট জিয়াসমিন আক্তার, সামির খান জুয়েল, তারেক গাজি ও মোহাম্মদ রায়হান।
কমিটি অনুমোদন সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল করতে নির্বাচিত নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। জাগ্রত বাংলাদেশের নেতৃবৃন্দ নিজেদের মেধা, মনন ও সৃজনশীল চিন্তাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় গ্রহণ করেন। তারা একটি বৈষম্যহীন সমাজব্যবস্থা ও সমৃদ্ধশালী দেশ গঠনে দৃঢ় প্রতীক্ষ হোন।
এ সময় সংগঠনের সভাপতি আজমুল জিহাদ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন ভুঁঞা বলেন, দেশের রাজনীতি সংস্কৃতির আমুল পরিবর্তন দরকার। আর এ জন্য জাগ্রত বাংলাদেশের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দৃঢপ্রতীক্ষ হতে হবে। এ সময় সংগঠনকে আরও গতিশীল করতে নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা পালনে তাগিদ দেন কেন্দ্রীয় নেতারা।
সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রোমান কবির সংগঠনকে বেগবান করতে রাজনৈতিক সংস্কৃতি তথা সাংষ্কৃতিক বিপ্লবের ধারণাকে নেতৃবৃন্দের মননে গ্রথিত করার উপর তাগিদ দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available