• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:৪০:৪৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:৪০:৪৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সংগঠন

হাবিপ্রবি শস্যবৃত্ত সংগঠনের নেতৃত্বে সৌরভ ও আকাশ

১৬ মার্চ ২০২৫ সকাল ০৮:৫৬:০৪

হাবিপ্রবি শস্যবৃত্ত সংগঠনের নেতৃত্বে সৌরভ ও আকাশ

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শস্যবৃত্ত সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে কৃষি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আখিরুজ্জামান সৌরভ ও সাধারণ সম্পাদক হিসেবে একই অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান আকাশ মনোনীত হয়েছেন।

১১ মার্চ মঙ্গলবার আহ্বায়ক অমিত হাসান ও সদস্য সচিব সোহেল রানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৫-২৬ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিফাত জেরিন নেহা, আজমেরী আলম লোবা, আফরিনা আক্তার, মো. লিটন প্রামানিক, রিজুয়ানুল হক সৌমিক ও নুসরাত জাহান মালা।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সৌরভ রাজ জয়, মেহেরুন্নেসা মিম, লাবণ্য আক্তার, সূরাতুন নেসা, অরুপর্না সরকার নিধি ও সামিয়া জাহান মনোনীত হয়েছেন।

এছাড়া হেড অব ডিজিজ এন্ড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট  ও হেড অব পেস্ট ম্যানেজমেন্ট এর দায়িত্বে যথাক্রমে জাকারিয়া হোসেন ও মেহেদী হাসান।

এ সময় নতুন কমিটির সভাপতি আখিরুজ্জামান সৌরভ বলেন, শস্যবৃত্ত কৃষি অনুষদের নতুন সংগঠন। ২০২৪ এর বন্যাকবলিত এলাকার কৃষকদের চারা, বীজ দেয়ার মাধ্যমে আমাদের কাজের সূচনা হয়। আমাদের এই সংগঠন এর মূল উদ্দেশ্য কৃষি অনুষদের শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে কৃষি রিলেটেড কাজ শেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি কৃষকদের বিভিন্ন সেবা প্রদান করা।

সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকাশ বলেন, শস্যবৃত্তের মতো ব্যতিক্রমধর্মী এবং দক্ষতা উন্নয়নমূলক সংগঠনে কাজ করতে পারাটা গৌরবের। এটি কৃষি ও কৃষকের সাথে কৃষিবিদদের সরাসরি সংযোগ স্থাপনকারী প্রতিষ্ঠান। এর মাধ্যমে কৃষকরা যেমন উপকৃত হচ্ছে, তেমনি কৃষি শিক্ষার্থীরাও নিজেদের ব্যবহারিক জ্ঞানকে শানিত করার সুযোগ পাচ্ছে। সৃষ্টি হচ্ছে নতুন নেতৃত্বের, বিকশিত হচ্ছে প্রযুক্তি জ্ঞান, বিস্তৃত হচ্ছে হাবিপ্রবির নেটওয়ার্কিং।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যেসব কারণে নষ্ট হাতে পারে স্মার্টফোন
২৯ এপ্রিল ২০২৫ রাত ০৮:৪৬:৩৮