নিজস্ব প্রতিবেদক: ১৩ ঘণ্টা পর ভারতের ঝাড়খন্ডে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু হয়েছে। ৭ জুন বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
৮ জুন বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা এ বি এম বদরুদ্দোজা খান।
এর আগে, আকস্মিক ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুত সরবরাহ বন্ধ হয়। দীর্ঘ ১৩ ঘন্টা বন্ধ থাকার পর আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে কেন্দ্রটি।
গণমাধ্যমে পাঠানো বার্তায় এ বি এম বদরুদ্দোজা খান বলেন, আজ সকাল ৯টায় আদানির কেন্দ্র থেকে দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available