নিউজ ডেস্ক: টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশি পণ্যের জন্য নতুন বাজার খুঁজে বের করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০ মার্চ সোমবার গণভবনে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, রপ্তানি পণ্য বহুমুখী করা খুবই প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে আগ্রহী। আমাদের নতুন নতুন বাজার খুঁজতে হবে।
সরকার প্রধান বলেন, পণ্য রপ্তানি কয়েকটার মধ্যে ধরে থাকলে হবে না। বহুমুখীকরণ করতে হবে। কোন দেশে কোন পণ্য প্রয়োজন, সেটা দেখে আমরা পণ্য উৎপাদন করব এবং রপ্তানি করব।
তিনি বলেন, ডিজিটাল ডিভাইস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে চলে এসেছে এবং এর চাহিদাও বাড়ছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়ছে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আমরা যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি সেখানে গার্মেন্টস, ওষুধ, মোটর গাড়ি, ইলেকট্রনিক মোটরগাড়িসহ বিভিন্ন ধরণের বিনিয়োগ আসছে।
খাদ্য প্রক্রিয়াজাত করার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, খাদ্যপণ্য রপ্তানি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে গুরুত্ব দিতে হবে। অনেক দেশ এখন আমাদের কাছ থেকে পণ্য নিতে চায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available