• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১০:১৫ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১০:১৫ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

ইসলামের নামে জঙ্গিবাদ ছড়িয়ে ধর্মের অবমাননা করা হচ্ছে: প্রধানমন্ত্রী

১৬ মার্চ ২০২৩ দুপুর ১২:১৯:২৬

ইসলামের নামে জঙ্গিবাদ ছড়িয়ে ধর্মের অবমাননা করা হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক : ইসলামের নামে জঙ্গিবাদ ছড়িয়ে ধর্মের অবমাননা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইসলামের নামে জঙ্গীবাদ ধর্মের অবমাননা ছাড়া আর কিছুই নয়।

১৬ মার্চ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তৃতীয় ধাপে বরিশালের আগৈলঝাড়া, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় এসব মডেল মসজিদের উদ্বোধন করা হয়। এখন পর্যন্ত মোট ১৫০টি মডেল মসজিদের উদ্বোধন করলেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ইসলাম চর্চা ও ইসলামী মূল্যবোধের প্রসার ঘটাতেই মডেল মসজিদ স্থাপন করেছে সরকার।

পবিত্র মাহে রমজান প্রসঙ্গে তিনি বলেন, রমজান মাসে অনেকে পণ্যের দাম বাড়াতে চেষ্টা করেন। এটা অত্যন্ত ঘৃণিত কাজ। রমজান মাস হলো কৃচ্ছতা সাধনের সময়।

ইমামদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, মসজিদে জুমার খুতবার সময় আপনারা (ইমাম) কালোবাজারি, মজুতদারি বা খাদ্যে ভেজাল দেওয়া যে ঘৃণিত কাজ, এব্যাপারে মানুষকে আরও সচেতন করবেন।  

সরকারপ্রধান বলেন, বেশি দামে চাল ক্রয় করে মাত্র ৩০ টাকা কেজি দরে আমরা তাদের দিচ্ছি। রমজান মাসকে সামনে রেখে আমরা আরও ১ কোটি মানুষের মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ করব। সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়; চাল, তেল, চিনি, ডাল, যা যা দরকার সেগুলো যাতে ন্যায্যমূল্যে কিনতে পারে সেজন্য টিসিবির মাধ্যমে ন্যায্যমূলের কার্ড দিয়ে আমরা এই সহযোগিতা করে যাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এসময় স্বাগত বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সচিব কাজী এনামুল হাসান (এনডিসি)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পলাশে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৫২:৫৮