নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়, কারণ জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না।
আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, তাই সুশাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
২৭ ফেব্রুয়ারি সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় ঔপনিবেশিক ধ্যান ধারণা পরিহার করে জনগণের সেবক হিসেবে কাজ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান।
তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব দেখা দিলেও, সরকারের আপ্রাণ চেষ্টায় দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available