• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ১১:৫৯:১৩ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ১১:৫৯:১৩ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ সাহাবুদ্দিন

১৩ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:৫৯:০৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন তিনি।

১৩ ফেব্রুয়ারি সোমবার নির্বাচন ভবনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য এই পদে অধিষ্ঠিত থাকবেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

এর আগে ২০১৮ সালের ২৪ এপ্রিল মো. আবদুল হামিদ দ্বিতীয় বারের মতো রাষ্ট্রপতির দায়িত্বভার নেন। তার পাঁচ বছরের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হবে।

মোহাম্মদ সাহাবুদ্দিন ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সাহাবুদ্দিন চুপ্পু দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ