সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বা সিভিল প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী আরও নিবিড়ভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন সশস্ত্র বাহিনীর প্রতিনিধি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। সেখান থেকে বেরিয়ে এসে সেনাপ্রধান গণমাধ্যমে এ কথা বলেন।
ডিসি সম্মেলনকে অত্যন্ত গুরুত্ব দেয়ার কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, ডিসিরা হচ্ছেন মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি। সে কারণেই তাদের সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়া।
এসময় সংসদ নির্বাচনে সেনাবাহিনী কী ভূমিকা রাখবে, এ নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে কোনও আলোচনা হয়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে সেনাপ্রধান বলেন, এ নিয়ে তাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available