নিউজ ডেস্ক : বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনের ইতিহাসে প্রথম উচ্চ প্রযুক্তির জগতের এক অনন্য নাম এশিয়ান টেলিভিশন। হাঁটি হাঁটি পা-পা করে পার করেছে সাফল্যের ১০ বছর। বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষ্যে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণমাধ্যম সমাজের দর্শপন, যা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে উল্লেখ করে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও সঠিক তথ্য তুলে ধারা গণমাধ্যমের দায়িত্ব। এসময় এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, সকল কর্মকর্তা-কর্মচারি ও কলাকুশলিকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
এদিকে, পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের অনুমোদন দেয় উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে ৪৫টি টেলিভিশন চ্যানেল স্বাধীন ভাবে কাজ করছে। সংবাদ পত্রের মতো ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মজুরি বোর্ডের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
১৮ জানুয়ারি ১০ পেরিয়ে ১১ বছরে পা দিলো দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন। একইসাথে এশিয়ান রেডিও ৯০.৮ এফএম-এরও প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available