নিউজ ডেস্ক : সন্ত্রাস-জঙ্গিবাদ বিষয়ে সচেতনতার সৃষ্টি করতে মসজিদের খতিব, ইমামসহ শিক্ষক-অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজের যেসব অঙ্গতি রয়েছে, যেমন- মাদকাসক্তি, বাল্য বিবাহ, নারী নির্যাতন, সন্ত্রাস-জঙ্গিবাদ ইত্যাদি দূরীকরণে ইমাম ও খতিবরা তাদের বয়ান বা খুতবায় এসব বিষয়ে তুলে ধরবেন। সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে যেন প্রত্যেকের ছেলে মেয়েরা দূরে থাকে। সন্ত্রাস-জঙ্গিবাদ ইসলামের সম্মান নয় বরং বদনাম। এসব বিষয়ে সচেতনতার সৃষ্টির ক্ষেত্রে আপনারা বিশেষ ভূমিকা রাখতে পারেন।
সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনকালে করেছেন তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সমাজের যেসব অঙ্গতি রয়েছে, যেমন- মাদকাসক্তি, বাল্য বিবাহ, নারী নির্যাতন, সন্ত্রাস-জঙ্গিবাদ ইত্যাদি দূরীকরণে ইমাম ও খতিবরা তাদের বয়ান বা খুতবায় এসব বিষয়ে তুলে ধরবেন। সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে যেন প্রত্যেকের ছেলে মেয়েরা দূরে থাকে। সন্ত্রাস-জঙ্গিবাদ ইসলামের সম্মান নয় বরং বদনাম। এসব বিষয়ে সচেতনতার সৃষ্টির ক্ষেত্রে আপনারা বিশেষ ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, আমারা চাই দেশের মানুষ অর্থনৈতিকভাবে আরও উন্নত হোক, গরিব মানুষ দারিদ্যের হাত থেকে মুক্তি পাক সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
এসময় করোনাকালে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি চাই, আমাদের দেশে সত্যিকার ইসলামের জ্ঞান চর্চা হোক। আমরা সব সময় চেষ্টা করি আমাদের ধর্মের সম্মানটা যেন আরও উন্নত হয়। আমাদের জাতির পিতার আদর্শকে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্ম বাধাহীনভাবে পালন করতে পারে সেটাই চাই, সেটাই ইসলামের শিক্ষা। ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম, ভ্রাতৃত্যের ধর্ম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available