প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউজ প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের ৪ বছর পূর্তি উপলক্ষে আজ ৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সকল টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশন থেকে সম্প্রচার করা হবে।
এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মত জয়লাভ করে আওয়ামী লীগ। ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকারপ্রধান হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
১৯৯৬ সালে নির্বাচনে জয়লাভ করে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে টানা ৩ মেয়াদে দেশ পরিচালনা করছেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available