সমরেশ মজুমদার
ইন্টারন্যাশনাল ডেস্ক: চলে গেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। ৮ মে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে কলকাতার একটি হাসপাতালে ৮৯ বছর বয়সে মারা যান তিনি। সমরেশে মজুমদারের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বড় মেয়ে দোয়েল মজুমদার।
ভারতীয় গণমাধ্যম জানায়, গত ২৫ এপ্রিল মস্তিস্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন সমরেশ মজুমদার। ৮ মে সোমবার তার কার্ডিয়াক অ্যাটাক হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বাংলা সাহিত্যের জনপ্রিয় অসংখ্য উপন্যাসের লেখক সমরেশ মজুমদার। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে কালবেলা, কালপুরুষ, গর্ভধারীনি, উত্তরাধিকার অন্যতম।
১৯৮৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভুষিত হন সমরেশ মজুমদার।
৯ মে কলকাতার বালিঘাটে তার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available