• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ রাত ১০:৫৬:৪২ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ রাত ১০:৫৬:৪২ (09-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৩

৯ মে ২০২৫ দুপুর ০২:৩৩:৫৫

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৩

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে শাহাব উদ্দিন বাবু ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ তিন অপরাধী গ্রেফতার হয়েছে। আটকদের থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র উদ্ধার শেষে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

সেনাবাহিনীর ২৩ বীর ক্যাম্প জানায়, ৯ মে ভোরে খাটরা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ শাহাবুদ্দিন বাবু (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শাহাবুদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস মাদক ব্যবসা চাঁদাবাজিসহ বহু অভিযোগ রয়েছে স্থানীয়ভাবে।

অপর এক অভিযানে একই দিন ভোরে গুনবতী ইউনিয়নের খাটরায় অভিযান চালিয়ে সুজন মিয়া (২৩) নামের এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়। তার বাড়ি তল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল, ১টি সাধারণ কুড়াল এবং ১টি দা উদ্ধার করা হয়। জানা গেছে, এই অস্ত্রগুলো ব্যবহার করে সে বিভিন্ন গ্যাং-সম্পর্কিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

তৃতীয় অভিযানে, খাটরা এলাকা থেকে আরেক কিশোর গ্যাং সদস্য জাহিদ হাসান (২২) কে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট তাকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায় এবং পরে সে গুনবতী ইউনিয়নে গ্যাং কার্যক্রমে জড়িত হয়। সে পলাতক শীর্ষ সন্ত্রাসী তুয়ানের সহযোগী ও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে জড়িত বলেও জানা যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, শুক্রবার সকালে আটককৃত তিনজনকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ