আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবে ভারতের ওপর আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬ আগস্ট বুধবার ভারতের ওপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এ নিয়ে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল কেনার জরিমানা হিসেবে ট্রাম্পের আরোপিত নতুন এই শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে। ভারতীয় পণ্যের ওপর বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্ক যোগ হবে।
তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এছাড়া ওষুধের মতো সংবেদনশীল যেসব খাতের ওপর প্রভাব ফেলতে পারে, সেসব খাতের পণ্য আপাতত যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় পাবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে; যা চীনের ওপর আরোপিত শুল্কের চেয়ে ২০ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।
বুধবার সকালের দিকে সই করা নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, ‘আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে... আমার বিচারে মনে হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক (কোনও পণ্যের ওপর সরকার নির্ধারিত খুচরা বিক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারের শুল্ক) আরোপ করা প্রয়োজন।’
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ক্ষুব্ধ মন্তব্যের কয়েক ঘণ্টার মাঝেই নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প। টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়... তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে... আমরা ২৫ শতাংশে স্থির হয়েছিলাম... কিন্তু আমি মনে করি, পরবর্তী ২৪ ঘণ্টায় আমি তা অনেকটা বাড়িয়ে দেব। কারণ, তারা রাশিয়া থেকে তেল কিনছে।’
এর আগে, গত ৩০ জুলাই ভারতকে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি জরিমানা হিসেবে অতিরিক্তি আরও শুল্কও গুণতে হবে বলে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর জরিমানা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।
ভারতের ওপর জরিমানা শুল্ক আরোপের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমার ৪৮ ঘণ্টা আগেই অতিরিক্ত শুল্ক আরোপ করলেন ট্রাম্প। গত এপ্রিল মাসে একাধিক মার্কিন বাণিজ্য অংশীদারের ওপর ‘পারস্পরিক শুল্ক’ আরোপের সময়সীমা নির্ধারণ করেছিলেন তিনি। তবে তখন আলোচনার সুযোগ দেওয়ার জন্য তা স্থগিত রাখা হয়।
ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভারতের বেশ কিছু কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য বাধা রয়েছে। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু। তবে এত বছরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছি। কারণ, তাদের শুল্ক খুব বেশি; যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ। আর তারা সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে।
ট্রাম্পের এই সমালোচনার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘অনেক পশ্চিমা দেশ এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে। রুশ পণ্য আমদানি করা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রও আছে।’ সূত্র: এএফপি, এনডিটিভি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available