• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে শ্রাবণ ১৪৩২ দুপুর ১২:২৩:৪৮ (10-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৬শে শ্রাবণ ১৪৩২ দুপুর ১২:২৩:৪৮ (10-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাঙ্গলকোটে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

৯ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৩১:১৫

নাঙ্গলকোটে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্যকে তুলে নিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামিকে আটক করেছে র‍্যাব-১১।

তথ্যপ্রযুক্তি সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব- ১১ ও র‍্যাব -৩ এর যৌথ আভিযানিক দল ডিএমপি ঢাকার হাতিরঝিল থানাধীন মগবাজার  রেলগেইট বাজার গলি এলাকা হতে তাকে আটক করা হয়।

আটক আসামি হলেন নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের আবুল খায়ের এর ছেলে শেখ ফরিদ।

৯ আগস্ট শনিবার সকালে শাকতলা র‍্যাব ১১ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান র‍্যাব-১১ সিপিসি ২-এর কোম্পানি কমান্ডার  মেজর সাদমান ইবনে আলম।

মেজর সাদমান জানান, নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে বংশ পরম্পরায় একটি বিরোধ চলে আসছিল। গেল গেল ২৫ জুলাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। সেদিন দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ  ২৫ জন আহত হয়।

এ ঘটনার রেশ ধরে গেলো ৩ আগস্ট দুপুরে আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় ৫ আগস্ট  নিহতের ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ